গৌরনদী
উজিরপুরের হারতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ল²ীপূঁজার দিন ল²ী দসরা উপলক্ষে হিন্দু অধ্যুষিত হারতাবাসীর আয়োজনে বুধবার ১৫৯তম নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদের দুই তীরে অন্যান্য বছরের ন্যায় এবারও বসছে বিশাল মেলা। এবার ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ি সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৮টি দল নৌকা বাইচে অংশ নেয়। তবে এবারে একমাত্র নারী দল হিসেবে কিরন মিতার দল অংশ নেন। নদের প্রশস্ততা এবং জনসমাগম বিবেচনায় বুধবার বিকেল ৪টায় তিন ভাগে শুরু হয় নৌকা বাইচ। ১ম স্থান অধিকার করেন মাদারীপুরের রাজৈর উপজেলার সুকুমার গাইনের দল, ২য় স্থান গোপালগঞ্জের কোটালীপাড়ার হরি দাসের দল, ৩য় স্থান কোটালীপাড়ার লক্ষনডার লজারেস গাইনের দল। যুগ্মভাবে ৪র্থ হন রাজৈরের মিহির মজুমদার ও লক্ষনডার দিনেশ তালুকদারের দল। নৌকা বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে নৌকা বাইচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য আইনজীবি তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২র সাবেক সাংসদ সৈয়দ মনিরুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উজিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরাম হোসাইন, উজিরপুর পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারন সম্পাদব আঃ মজিদ সিকদার, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বানরীপাড়া পৌর মেয়র সুভাষ শীল, বানারীপাড়া উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন।
আয়োজক কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায় বলেন, বরিশালের প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিনোদনের জন্য এটি একটি অন্যতম আয়োজন। প্রতি বছর এ দিনটির লাখো মানুষ অপেক্ষোয় থাকে। ল²ী দসরা উপলক্ষে বরিশালসহ আশপাশ জেলার লোকজন এ উৎসবে যোগ দেন। ১৫৯ বছর বছর যাবত এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে।