গৌরনদী
আগৈলঝাড়ায় গৃহবধূর শ্লীলতাহানির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানি ঘটায় প্রতিপক্ষের লোকজন। এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে জখমসহ ৫ জনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের পর আগৈলঝাড়া থানা পুলিশ চার জনকে গেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের রবীন্দ্র নাথ বাড়ৈর ছেলে খোকন বাড়ৈ( ৩৮)র সঙ্গে একই গ্রামের সচীন বাড়ৈর ছেলে সুমন বাড়ৈ(৩০)র জমাজমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকার মামলা হামলার ঘটনা ঘটে। সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোকন বাড়ৈর স্ত্রী কবিতা বাড়ৈর(২৭)র সঙ্গে সচীন বাড়ৈর স্ত্রী কনক বাড়ৈ(৪০)র বাকবিতাÐ ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় সচীন বাড়ৈর ছেলে সুমন বাড়ৈ প্রতিপক্ষ খোকন বাড়ৈর স্ত্রী কবিতা বাড়ৈকে গালাগালের এক পর্যায়ে শ্লীলতাহানি ঘটায়। রাত সাড়ে ৭টার দিকে কবিতার স্বামী ও স্বজনরা এর প্রতিবাদ করতে গেলে সচীন বাড়ৈর সমর্থকরা তাদের ওপর হামলা চালায় । এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লাঠি ও ধারাল অস্ত্রের আঘাতে কমপক্ষে ৫জন আহত হয়। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতরভাবে আহত খোকন বাড়ৈ ও সহোদর মনমথ বাড়ৈর অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার সকালে বরিশাল শের ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কবিতা বাড়ৈ অভিযোগ করে বলেন, বাটরা বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌছলে সুমন বাড়ৈ আমার পথরোধ করে অশ্লীল ভাষায় গালাগাল দেয় এবং এক পর্যায়ে শ্লীলতাহানি ঘটায়। বাড়িতে পৌছে বিষয়টি স্বামী ও স্বজনদের জানালে তারা সুমনের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করলে সুমনের নেতৃতে ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে স্বামী খোকন বাড়ৈ ও দেবর মনমথ বাড়ৈকে কুপিয়ে জখম করেছে। এ অভিযোগ অস্বীকার করে সুমন বাড়ৈ বলেন, জমাজমি নিয়ে বিরোধ রয়েছে কিন্তু শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ এনে খোকন বাড়ৈর নেতৃত্বে ৬/৭ সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা করে এবং আমার সমর্থকদের পিটিয়ে আহত করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, অফজাল হোসেন বলেন, এ ঘটনায় খোকন বাড়ৈর ছোট ভাই রমনী বাড়ৈ বাদি হয়ে সুমন বাড়ৈ (৩০), আশীষ হালদার (২২), সুভাশীষ হালদার (১৮) ও সজল বাড়ৈ (২৫)সহ ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে পুলিশ বাটরা এলাকায় অভিযান চালিয়ে সুমন বাড়ৈ, আশীষ হালদার, সুভাশীষ হালদার ও সজল বাড়ৈ কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।