গৌরনদী
গৌরনদীতে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মো. গিয়াস উদ্দিন হাওলাদারকে (৩৮)র উপর রোববার রাতে উপজেলার কাসেমাবাদ বাষষ্টাÐ এলাকায় হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও নাকের বাশি ভেঙ্গে দিয়েছে কতিপয় ছাত্ররীগ নেতাকর্মিরা। গুরুতর আহত অবস্থায় রাতেই আহত যুবদল নেতাকে বরিশাল শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মো. গিয়াস উদ্দিন হাওলাদার রোববার রাত সাড়ে ৭টার দিকে কাসেমাবাদ বাসষ্টাÐের উত্তরপ্রান্তে দাড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সোহানুর রহমান এসে তাকে জানান পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা ওই পাশে কথা শোনতে ডাকে। গিয়াস উদ্দিন সোহানের কথামত বাসষ্টাÐের উত্তর পাশে পুরাতন ইউনিয়ন পরিষদের ভবনের কাছে পৌছলে পূর্ব থেকে তিনটি মটরসাইকেলযোগে এসে অবস্থান নেওয়া ৭/৮জন ছাত্রলীগ কর্মি হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। যুবদল নেতা গিয়াস অভিযোগ করে বলেন, আমি পৌছামাত্রই ছাত্রলীগ নেতা সোহানুর রহমান(২২) মো. রাব্বি(২০)সহ ৮/১০ সন্ত্রাসী লাঠিসোটা, লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং এক পর্যায়ে কাঠের হাতল দিয়ে নাকের উপর জোরে আঘাত করে নাকের বাশি ভেঙ্গে দেয়। স্থানীয়রা জানান, তারা যুবদল নেতার ডাক চিৎকার শুনে লোকজন নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রোগী গিয়াস উদ্দিনের শরীরে রক্তাক্ত ফুলা জখম রয়েছে এবং তার নাকের উপর জোড়ালো আঘাতে নাকের বাঁশি ভেঙ্গে গিয়েছে যাতে অস্ত্র পাচার করা হয়েছে। সে বর্তমানে শঙ্কামুক্ত ও অনেকটা সুস্থ্য। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতা-কর্মী জড়িত নেই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, কোন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।