Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে রাতের আধারে বোমা বিস্ফোরন ৫৬ জনের বিরুদ্ধে মামলা

    | ১৬:১৭, অক্টোবর ২২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা বোমার বিস্ফোরন ঘটায়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে দুটি অবিস্ফোরিত বোমা, তিনটি পেট্রোলবোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৫৬ জনকে আসামি করে বিষ্ফোরক অইনে একটি মামলা দায়ের করেছে।

    সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে পর পর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটে। এতে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পরে। সোনার বাংরা বাজারের মধ্যে থাকা লোকজন প্রান ভয়ে দিকবিদিক ছোটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ঘঠনাস্থল সংলগ্ন বাসিন্দা ইতি আক্তার (৩০), সোনার বাংলা রাজারের ব্যবসায়ী আলী হোসেন(৫৫)সহ অনেকেই জানান, বোমা বিস্ফোরনের বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এতে সাধারন মানুষ আতংকিত হয়ে পড়ে। গৃহীনি রিনা বেগম (৩৫) বলেন, আমি এশার নামাজের জন্য দাড়ানোর সঙ্গে সঙ্গে বোমার শব্দে বাচ্চারা কান্নাকাটি শুরু করে এবং আমরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়ি। বোমা ফাটিয়ে রাতের অন্ধকারে ২/৩ লোককে আমার বাশার পাশ দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ পেয়েছি। খবর পেয়ে কিছু সময় পর পুলিশ, চেয়ারম্যান ও মেম্বররা ঘটনাস্থলে আসেন।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত দুটি বোমা ও তিনটি পেট্রোল বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। ওই রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলমগীর হোসেন বাদি হয়ে ৬ জনের নামাল্লোখ ও ৫০ জন অজ্ঞাতনামাসহ ৫৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা দূবৃত্তরা নাশকতা সৃষ্টির লক্ষে বোমা তৈরী করেছিল। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যহত রয়েছে। নামীয় আসামিদের পরিচয় সম্পর্কে বলতে রাজি হননি পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকমি দের হয়রানী করতে এ মামলা সৃষ্টি করা হয়েছে।

    Post Views: ৩৪৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুর মডেল থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪
    • গৌরনদীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে গৌরনদীতে ছাত্রদলের বিক্ষোভ
    • নবাগত বরিশাল জেলা প্রশাসকের সাথে গৌরনদী প্রশাসন ও সুধীজনদের মতবিনিময়
    • গৌরনদী উপজেলা কৃষক দলের কমিটি গঠন
    • গৌরনদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, কনের বাবার মুচলেকা
    Top