গৌরনদী
গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা শনিবার সকালে গৌরনদী উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী বরিশাল জেলা প্রশাসক যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, রফিকুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু। পালরদী স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল ইসলাম প্রমুখ। শেষে প্রধান অতিথি যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।