গৌরনদী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক স্থানে মঙ্গলবার সকাল ৯টায় সড়ক দূর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মাইনুদ্দিন সরদার (১৬) নিহত ও বন্ধু সৌরভ দাস গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলেজ ছাত্র সৌরভ দাস (১৭)কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত মাইনুদ্দিন উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের মজিবর সরদারের ছেলে ও মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানায়, উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সৌরভ দাস ও সহপাঠী মাইনুদ্দিন সরদার গতকাল মঙ্গলবার সকাল ৯টায় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে বেঁজহার (মাহিলাড়া) বড়বাড়ি নামকস্থানে পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছের সাথে ধাক্কা খেয়ে আঁচড়ে পড়ে। এতে কলেজ ছাত্র মোটর সাইকেল চালক সৌরভ দাস (১৭) ও সহপাঠী মাইনুদ্দিন সরদার (১৬) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সৌরভকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন।