গৌরনদী
গ্রানেড হামলার রায়ে গৌরনদীতে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ২১ আগষ্ট গ্রেনেট হামলার মামলার রায় প্রদান করায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথকভাবে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গৌরনদী বাসষ্টাÐস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। প্রথমে গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগ ছাত্রলীগ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওরাদার, যুবলীগ নেতা বাবু কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া। পরে উপজেলা আ.লীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীনের নেতৃত্বে আ.লীগ আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে আলোচনা সভায় নেতাকর্মিরা বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্যেষ্টি প্রকাশ করার পাশাপাশি তারেক জিয়ার ফাঁসি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।