গৌরনদী
মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের দাবিতে গৌরনদীতে মানববন্ধন সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা পরিবারের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন‘র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকরিপি প্রদান করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দীন আকন, আনোয়ার হোসেন রাঢ়ী, আবদুল হক ঘরামী, শান্তি রঞ্জন কর, আব্দুল হালিম সরদার, ইসমাত আারা রাফি, মো. শাহ আলম মাষ্টার, ও মো. মেজবাহ উদ্দিন সবুজ প্রমূখ। মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দীন আকন বলেন, অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালেরর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। নতুবা কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন‘র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকরিপি প্রদান করা হয়।