গৌরনদী
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতীয় কণ্যাশিশু দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান, পৌর আ.লীগ সভাপতি মো. মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু ব্যানার্জি, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, রিপোর্টাসর্ ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, মহিলা অধিদপ্তর নারায়ন দাস।