গৌরনদী
বরিশাল-২ মহাজোটের সাম্ভাব্য প্রার্থীদের পদচারনায় সরগরম মাঠঘাট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানরীপাড়া-১২২) হামলা মামলায় বিএনপি সাম্ভাব্য প্রার্থী মাঠ ছাড়া থাকলে ক্ষমতাসীন আওয়ামীগের সাম্ভব্য ৭ প্রার্থীসহ ১৪ দলের শরিক দল জাসদ ও ওয়ার্কাস পাটির ১১ প্রার্থী জোরে শোরে নির্বাচনী প্রচার প্রচারনা ও গনসংযোগ চালাচ্ছে। মহাজোটের এগার প্রার্থীদের পদচারনা ও প্রচারনায় মাাঠঘাট সরগরম হয়ে উঠেছে। তৈরী হয়েছে আগাম নির্বাচনী উৎসব মুখর পরিবেশ।
তালুকদার মোঃ ইউনুস প্রতিদিনই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উজিরপুর –বানরীপাড়া চসে বেড়াচ্ছেন। উজিরপুর উপজেলার ৯টি ও বানরীপাড়ার ৮টি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রায় শেষ করেছেন। জনসভা করেছেন ইচলাদী, সানুহার, বামরাইল ও বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুলসহ নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে। তালুকদার মো. ইউনুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তাকে প্রত্যন্ত পল্লীর প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়ার জন্য এ উদ্যোগ। তাছাড়া উন্নয়নের ধারা অব্যহত রাখতে সাধারন ভোটারদের ঐক্যবদ্ধ করে আগামি নির্বাচনী আ.লীগ তথা মহাজোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। বরিশাল-২ আসনের বর্তমান সাংসদ বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আইনজীবি তালুকদার মো. ইউনুস বলেন, আ.লীগের মধ্যে প্রতিযোগীতা আছে-বিরোধ নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ও আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ । মনোনয়ন নিয়ে আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই, নেত্রীর নির্দেশে ও পরামর্শে এলাকায় কাজ করেছি। দলকে সু-সংগঠিত করেছি। নেত্রীর সিদ্বান্তই আমার সিদ্বান্ত।
এলাকায় প্রচারনা চালাচ্ছেন সাম্ভব্য প্রার্থী ও সাবেক সাংসদ সৈয়দ মনিরুল ইসলাম । সৈয়দ মনিরুল আমেরিকায় চিকিৎসা শেষে এলাকায় ফিরে গনসংযোগ করে বর্তমান সরকারের উন্নয়ন ও তার সাংসদ থাকাকালীন এলাকার ব্যপক উন্নয়নেরকথা স্মরন করিয়ে আগামি নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি লেন, আমি সাংসদ থাকাকালীন উজিরপুর বানরীপাড়া অভাবনীয় উন্নয়ন করেছি। দলীয় হাইকমাÐ থেকে গ্রীন সিগনাল পেয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালাচ্ছি । আমি মনোনয়ন পেলে মাননীয় প্রধানমন্ত্রী ও আমার সময়ের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখবো।
জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন প্রচারনায় পাশাপাশি সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি উজিরপুর ও বানরীপাড়া উপজেলার ১শত ৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কোটি টাকার বৃত্তি প্রদান করেন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাÐে অনুদান দিয়ে নিজেকে প্রার্থী ঘোষনা করে প্রচারনা চালাচ্ছেন। ক্যাপ্টেন মোয়জ্জেম বলেন, সরকারী ও নিজের অর্থে এলাকায় উন্নয়নের জোয়ার সৃস্টি করে নৌকাকে বিজয়ী করা হবে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বানরীপাড়া আওয়ামীলীগের সদস্য মো. শাহ আলম। তিনি ৬টি মাইক্রোবাস ও শতাধিক মটরসাইকেলের শোভাযাত্রা করে উজিরপুর ও বানরীপাড়া প্রচারনায় চালাচ্ছেন। এবারে নির্বাচনে নিজেই মনোয়ন পাবেন প্রত্যশা করে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ননের অগ্রযাত্রাকে অব্যহত ও নৌকা বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মহাজোটে সাম্ভাব্য ১০ প্রার্থী সম্পর্কে বলেন, দলের মধ্যে কোন বিভেদ নেই, প্রতিদ্বন্ধীতা ও প্রতিযোগীতা আছে।
গত ১৩ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা ওয়ার্কাস পার্টি এক বিশেষ কর্মি সভার আয়োজন করে জহিরুল ইসলামকে প্রার্থী ঘোষনা করেন। নিজেকে প্রার্থী ঘোষনার পর নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালাচ্ছেন জহিরুল। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বানরীপাড়া উপজেলা জাসদের উদ্যোগে বানরীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজন করেন। সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আইনজীবি মো. আনিসুজ্জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে সভা সমাবেশ করে বেড়াচ্ছেন।
এ আসনে (বরিশাল-২) গত দেড় বছর ধরে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন পাওয়ার আশায় ১০ জন সাম্ভব্য প্রার্থী গনসংযোগ ও প্রচারনা চালালে কয়েক দিন হঠাৎ মাঠে গনসংযোগ করছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, কেন্দীয় কমিটি ও ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার। রুবিনা গতকাল শনিবার শতাধিক মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে উজিরপুরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এছাড়া শুক্রবার বানারীপাড়া উপজেলা সদর থেকে শুরু করে চাখার এলাকায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও পথসভা করেন। রুবিনা বলেন এ আসনে ১৪ দলীয় জোটের অনেক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। আমি হাই কমাÐের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌছে দিচ্ছি। নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে দোয়া চাচ্ছি। তবে নেত্রী যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করব।
এছাড়াও ১৪ দলীয় জোটের মনোনয়ন পাওয়ার আশায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য ও উজিরপুর আওয়ামীলীগের উপদেষ্টা মো. হাবিবুর রহমান খান, শের ই বাংলা ফজলুল হকের দৌহিত্র, আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, বানরীপাড়া উপজেলা আ.লীগের সদস্য সৈয়দ ফাইজুল হক ও বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম ফারুক। এ ছাড়া শরিক দল জাসদ থেকে মনোনয়নের প্রত্যশায় মাঠ চষে বেড়াচ্ছেন এবং জনসভা করছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ । উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার বলেন, ক্ষমতা গ্রহনের পর থেকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ও নির্যাতন করে হয়রানী করা হচ্ছে। নির্বাচনের আগে মাঠ ছাড়া করতে হামলা ও মিথ্যা ভূতরে মামলা দিয়ে হয়রানী করছে। কোন নেতাকর্মি বাড়ি থাকতে পারছে না। পরিবার পরিজন ফেলে মানবেতন জীবন যাপন করছে।উজিরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বলেন, বরিশাল-২ আসনে আগাম নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। মহাজোটের মনোনয়ন পাওয়ায় প্রত্যশায় প্রার্থীদের পদচারনায় সরগরম হয়ে উঠেছে মাঠ ঘাট।