গৌরনদী
উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় আরো তিনজন গ্রেপ্তার, দুই আসামির রিমাÐ চেয়ে আবেদন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আধিপত্য বিস্তারকে কেন্দ্র বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এনিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হল। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত দুই আসামির ৭দিনের রিমাÐ চেয়ে আবেদন করেছেন। হত্যার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার কারফা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান বিশ্বজিৎ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার হত্যাকাল্ডে জড়িত থাকার সন্দেহে সোমবার কারফা বাজার থেকে পুলিশ কারফা গ্রামের জগদীস বাড়ৈ (৬০) ও তার ছেলে খোকন বাড়ৈ(৩০) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের পরে ওই দিন রাতে জগদীস বাড়ৈকে ছেড়ে দিয়ে ছেলে খোকন বাড়ৈকে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত সোমবার রাতে পুলিশ মামলার এজাহার ভূক্ত আসামি বিলগাববাড়ি গ্রামের রবি জয়ধরের পুত্র রমনী জয়ধর(৫২)কে গ্রেপ্তার ও একই সঙ্গে হত্যাকাÐে জড়িত থাকার সন্দেহে দীলিপ চৌধুরী (৪২)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত খোকন বাড়ৈ, রমনী জয়ধর ও দীলিপ চৌধুরীকে গতকাল মঙ্গলবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাÐে জড়িত থাকায় এ নিয়ে ৮জনকে গ্রেপ্তার হল। আদালতের একটি সূত্র জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা, ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারকৃত আসামি হরশিত রায় ও আইয়ুব আলী ঘরামীর ৭দিনে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক মো. ফারুক হোসাইন রিমাÐ শুনানীর জন্য আগামি ২৭ সেপ্টেম্বর দিনধার্য্য করেন। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কারফা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আ.লীগ। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো. বাচ্চু মিয়া, সাবেক সভাপতি সমীর মজুমদার, মিজানুর রহমান ও ছাত্রলীগ নেতা সুমন সিকদার প্রমূখ । বক্তারা অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।