গৌরনদী
গৌরনদীতে যুব উন্নায়ন অধিদপ্তরের উদ্যেগে সপ্তাহব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদীর বাটাজোড় অশ্বিনী কুমার মাধ্যামিক বিদ্যালয়ের হল রুমে গতকাল মঙ্গলবার যুব উন্নায়ন অধিদপ্তরের উদ্যেগে রাজস্ব খাতের আওতাধীন সপ্তাহব্যাপি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয় । বাটাজোড় ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আ: মান্নান হাওলাদার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নায়ন কর্মকতা খাঁন মুহাম্মাদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী যুব উন্নায়ন অধিদপ্তর কো-অডিনেটর অতুল চন্দ্র মন্ডল, যুব উন্নায়ন অধিদপ্তর গৌরনদী সি.এস অমল চন্দ্র বাইন , গৌরনদী প্রানী সম্পদ প্রশিক্ষক মো: সাফাউদ্দিন তালুকদার, জাতীয় সাংবাদিক সং¯হার গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক শামীম মীর প্রমূখ।