গৌরনদী
গৌরনদীতে হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শুক্রবার সকালে উদ্ধাধন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এইচএম রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বজরুল রশিদ, বিশিষ্ট ঠিকাদার মোঃ সায়েদুর হক, প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সেকেন্দার আলী, টরকী বন্দরের ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহ-সভাপতি মোঃ কবির উদ্দিন মিয়া, মোঃ মিজানুর রহমান, সহ-সম্পাদক মোঃ কুদ্দুছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল মিয়া, প্রচার সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান, ইউনিয়ন উদ্যোক্তা ও সাংবাদিক সৌরভ হোসেন, এমআর মহসিন, ইউনুস সরদার, নান্নু সরদার প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা জামে মাদ্রাসার প্রতিষ্টাতা ও মুহ্তামিম ও পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আঃ আজিজ।