গৌরনদী
গৌরনদী মডেল থানার ওসি বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় ২০১৮ সালের আগস্ট মাসে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, আইন-শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রনসহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির । দক্ষতা, সততা ও সাহসীকতার জন্য জেলার মাসিক অপরাধ ও কল্যান সভায় এ ঘোষনা দিয়ে তাকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, আইন-শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রনে ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস আই) নির্বাচিত হন গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মাজহারুল ইসলাম। জেলার মাসিক অপরাধ ও কল্যান সভায় তাকেও পুরুস্কৃত করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (পিপিএম) গতকাল সোমবার দুই পুলিশ কর্মকর্তা এই পুরস্কার গ্রহন করেন। এ সময় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হুমায়ুন কবিরসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সেপক্টরগন উপস্থিত ছিলেন। আগষ্ঠসহ তিন বার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির শ্রেষ্ট ওসি নির্বাচিত হন এবং আগষ্টসহ দুইবার গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মাজহারুল ইসলাম শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুস্কার পান।