গৌরনদী
গৌরনদীতে হাডুডু টূর্নামেন্টের ফাইনালখলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আবহমান বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য জনপ্রিয় হাডুডু খেলার স্বগৌরব ফিরিয়ে আনতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাডুডু টুনার্মেন্টের আয়োজন করা হয়। গতকাল সোমবার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহ ব্যাপি এ টুর্নামেন্টে গৌরনদী পাশ্ববর্তি উজিরপুর ও আগৈলঝাড়ার খেলোয়াররা অংশ নেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এক সময় গ্রাম-বাংলায় জনপ্রিয় খেলা ছিল হাডুডু। কালের বিবর্তমানে এ জনপ্রিয় খেলাটি হারিয়ে গেছে। অথচ এ খেলাকে ঘিরেই পল্লী বাংলার মানুষের মধ্যে গড়ে উঠত সৌহার্দ ও সম্প্রতি। এ খেলা ছিল গ্রামের সহজ সরল সাধারন মানুষের বিনোদনের মাধ্যম। আজ গ্রাম-গঞ্জ থেকে হারিয়ে গেছ এ খেলা। তাই হাডুডু খেলার পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এ আয়োজন। এ টুর্নামেন্টের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের ক্রীড়ামোদীর ব্যাপক সারা পাওয়া গেছে। প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হবে।
হা-ডু-ডু টূর্নামেন্টে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর বনাম গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের খেলোয়ারদের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রতœপুর চ্যম্পিয়ন ও মাহিলাড়া রানার আপ হন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, গৌরনদী বিআরডিবির পিআরডিবি-২র উপজেলা সমন্বয়কারী মো. রুহুল আমীন, মাহিলাড়া ইউপি সদস্য আব্দুল করিম, মিজানুর রহমান, শাহাদাত হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।