গৌরনদী
ছাত্রলীগ নেতার ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা মো. মিজানুর রহমান মিজানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে গৌরনদী বাসষ্টাÐস্থ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ইমরাত হোসেন খান, মো. ইমরান মিয়া। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলঅনা মোঃ মহিউদ্দিন।