গৌরনদী
গৌরনদীতে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / গৌরনদী অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার দিনব্যাপি ঈদ পূর্নর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুকান্ত বাবু অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম, পরিদর্শক তদন্ত এস,এম, আফজাল হোসেন, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মো. মনির হোসেন মিয়া, গৌরনদী গালর্স কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান অজাদ, ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে, গোলাম হাফিজ মৃধা, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির মো. আসাদুজ্জামান রিপন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বদরুজ্জামান খান সবুজ। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কবির হোসেন, সমবায় কর্মকর্তা এস,এম, ফরিদ হোসেন, শিক্ষা অফিসার মো. ফয়সাল জামিল, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু ব্যানার্জি প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত পরিবেশন করেন গৌরনদী শিল্প কলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।