গৌরনদী
গৌরনদীতে উপজেলা খাদ্য বান্ধব কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা খাদ্য বান্ধব কমিটির প্রস্তুতি সভা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রাধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আয়শা খাতুন, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার, গৌরনদী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাষ চন্দ্র পাল, উপজেলা কৃষি সম্্রসারন কর্মকর্তা জাহিদুল ইসলাম, ডিলার ও যুবলীগ নেতা মামুন মল্লিক খোকন। সভায় আগামি শনিবার খেকে উপজেলা ৭টি ইউনিয়নে ১০ হাজার ৪৪৯ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি মূল্যে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করার সিধান্ত হয়।