গৌরনদী
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার-৩
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের দিনমজুরের কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী (১৬)কে যৌন হয়রানী ও শ্লীলতাহানির ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্কুলছাত্রীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের এক দিনমজুরের কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী(১৬) মঙ্গলবার সকাল ১১টায় প্রাইভেট পড়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। সাড়ে ১১টার দিকে বাশাইল-চেঙ্গুটিয়া সড়কের কান্দিরপাড় নামক নির্জন স্থানে পৌছলে মটরসাইকেলযোগে আসা গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের শাহজাহান মেলকারের বখাটে পুত্র শুভ মেলকার, ইল্লা গ্রামের মাজেদ সরদারের বখাটে পুত্র সজিব সরদার ও ডাসার ইউনিয়নের দক্ষিণ বাউরগাতী গ্রামের মোবারক চৌকিদারের বখাটে পুত্র সাগর চৌকিদার মটরসাইকেল দিয়ে স্কুল ছাত্রীর পথরোধ করে নানান ধরনরে অশ্লীল কথা বলে যৌন হয়রানী করে। স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, বখাটেদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং অশ্লীল কথাবর্তার প্রতিবাদ করায় তারা আমার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটনানোর চেষ্টা করে। এক পর্যায়ে আমি পুলিশকে জানানোর কথা বললে বখাটেরা আমাকে মারধর করে। এ সময় স্কুল ছাত্রী ডাক চিৎকার শুুর করলে সড়কের পাশের বাড়ি থেকে লোকজন এগিয়ে আসলে বখাটেরা মটরসাইকেলযোগে পালিয়ে যায়া।
স্থানীয় আরিফ হোসেন, হাসেম আলীসহ অনেকেই জানান, তারা লোকজন নিয়ে বখাটেদরে চতুরদিক থেকে বেরিগেট দিয়ে চেঙ্গুটিয়া বাজারে মটরসাইকেলসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া আহত স্কুল ছাত্রীকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে চিকিৎসার খোজখবর নেন এবং দৃষ্ঠান্তমূলক শাস্তির আশ্বাস দেন। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে বুধবার তিন বখাটেকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিদের আদালতের মাধ্যমে বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।