গৌরনদী
গৌরনদীতে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদীতে মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে হোসনাবাদ নিজামউদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি যুবক্লাব ও পাঠাগারের উদ্যোগে ফাইনাল খেলায় হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয় একাদশ ৬-০ গোলে সাহেবেরচর কিং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্টান বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি যুবক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ নুরউদ্দিন কাইয়ুম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার সিকদার। বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি যুবক্লাব ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চলনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ খায়রুল আলম, পুলিশ সুপার হুমায়ন কবির, সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি যুবক্লাব ও পাঠাগারের সাবেক সভাপতি ডাঃ আনোয়ার হোসেন আকন, প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল আহসান টিপু, পারিসা এন্টারপ্রাইজের এফসিএ ম্যানেজিং ডিরেক্টর সামিউর আহসান শিপু, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ এ আর খোন্দকার, এফসিবিএ ফিন্যান্স ম্যানেজার মোঃ তৈমুর হাসান টিপু, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সমাজ সেবক নিয়াজুল ইসলাম ফিরোজ খলিফা, জামাল হোসেন আকন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাঈম, মনিগঞ্জের ঘীয়র সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফেরদাউসী সুলতানা মিতা, ঢাকা কর অঞ্চলের উপ-কর কমিশনাল জানে আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার মোঃ বখতিয়ার উদ্দিন, সরকারি শরিয়তপুর কলেজের প্রভাষক মোঃ মহসিন আলী আকন, আমদানী রপ্তানী নিয়ন্ত্রক দপ্তরের সহকারী নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রনালয়ের সহকারী প্রধান প্লানিং ডিভিশন খাদিজা আক্তার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন স্মৃতি যুবক্লাব ও পাঠাগারের সাধারন সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সহ-সভাপতি মোঃ কাওছার হোসেন মৃধা প্রমুখ। শেষে চ্যাম্পিয়ান ও রানার আর্প দলকে যথাক্রমে ১৮ ও ১২ সিফটি রেফ্রিজারেটর প্রদান করা হয়।