গৌরনদী
গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন, দলীয় ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সকাল সোয়া ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান। পরে উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে বিশাল শোক র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শহীদ বাবু শুকান্ত মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, ভাই চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, শাহজাহান প্যাদা। সকাল ১১টায় উপজেলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয় থেকে শোক র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৫ আগস্ট শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।