বরিশাল
বরিশালে তামাক বিরোধী নারী জোটের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নে আসন্ন ২০১৬-১৭ বাজেটে সকল তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও জেলা মহিলা কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারীর স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের জেলা সভাপতি রনজিৎ দত্ত। বক্তব্য রাখেন বিএমকেএস’র পরিচালক কাওছার পারভীন, বীর মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, জাহিদ হোসেন খান, জাকির হোসেন পান্নু, শিক্ষার্থী আসমা আক্তারা, রাবেয়া খানম, উন্নয়ন কর্মী শান্তা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথমে তারা ধূমপান করে পরে তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যায়। যারা ধূমপান করেননা তারা পরোক্ষ ধূমপানের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করছে। এই অকাল মৃত্যুরোধে সরকারের উচিত তামাক কোম্পানীর বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে যারা বিড়ির কারখানায় কাজ করে তাদের জন্য কৃষিসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধি করা হলে সরকারের রাজস্ব বাড়বে এবং ব্যবহারকারীর সংখ্যা কমবে। শেষে নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।