গৌরনদী
নিরাপদ সড়ক চাই আন্দোলনের ছবি এফবিতে পোষ্ট করায় গৌরনদীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ নিরাপদ সড়ক চাই দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অবরোধ করার ছবি এফবি পোষ্ট করার অভিযোগে দৈনিক বিপ্লবী বংলাদেশে এর গৌরনদী প্রতিনিধি রাজীব হাসান খানের বিরুদ্ধে গতকাল রবিবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকের অভিযোগ, তাকে টরকীবন্দরস্থ আ.লীগ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ হয়েছে।
নিরাপদ সড়ক চাই দাবিতে গত শনিবার বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী কলেজের সামনে সড়ক অবরোধ করে লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করে বার্থী কলেজ ও বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই ঘটনার ছবি ও ভিডিও নিজের এফবি আইডিতে পোষ্ট করেন দৈনিক বিপ্লবী বংলাদেশের গৌরনদী উপজেলা প্রতিনিধি রাজীব হাসান খান। রাজীব খান অভিযোগ করে বলেন, শনিবার রাত ৯টা দিকে আমি টরকী বন্দরের এসাহাক হোটেলে নাস্তা ক্ষেতে গলে আব্দুর রহিম (৩৩) যুবলীগ কর্মিকে দিয়ে উপজেলা আ.লীগ সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন আমাকে পার্টি অফিসে ডেকে পাঠান। আমি পার্টি অফিসে গেলে সভাপতি আমাকে গালাগাল দিয়ে চরথাপ্পর মারে । এক পর্যায়ে কার্যালয়ে উপস্থিত যুবলীগ ছাত্রলীগ কর্মিরা আমাকে মারধর করে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশে সোপর্দ করে। আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি কাউকে উস্কানি দেইনি । আমাকে হয়রানী করতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার বাদি এসআই ইকবাল হোসেন জানান, রাজীব গৌরনদীর কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি ও রাস্তায় নাশকতা চেষ্টা করেছে। রাজীব হোসেন খানসহ দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।