গৌরনদী
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদীতে যুবলীগ নেতাকে হাতুরীপেটার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল বাজারে গত শুক্রবার রাতে ইউনিয়ন যুবলীগের সদস্য মো. খোকন মৃধারকে হাতুরী পেটা ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত যুবলীগে নেতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধীপত্য বিস্তারকে কেন্দ্র করে সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. খোকন মৃধা(৩৪)র সঙ্গে যুবলীগ সদস্য নাসির মোল্লা(৩৩)র দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সম্প্রতি সময়ে দুই গ্রæপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় একাধিক মামলা হয়। স্থানীয়রা জানান, প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে খোকন মৃধা গত মঙ্গলবার এলাকায় ফিরে আসেন। শুক্রবার রাত পোনে ৮টার দিকে খোকন মৃধা তার ভাগ্নে বাবু হাওলাদার(১৮)কে নিয়ে সরিকল বাজারে পৌছে মো. জাফরের চায়ের দোকানে চা পান করছিল। এ সময় প্রতিপক্ষের একদল নেতাকর্মি হামলা চালায়। সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. খোকন মৃধা(৩৫) অভিযোগ করে বলেন, চা পান করার সময় যুবলীগ নেতা নাসির মোল্লার নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে শরীরের বিভন্ন স্থান থেতলে দেয় এবং এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ প্রসঙ্গে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এস, এম, ইকবাল হোসেন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।