গৌরনদী
জাতীয় কাউন্সিল সফল করতে গৌরনদী জাকের পার্টির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আগামী ২৬ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে জাকের পার্টি জাতীয় কাউন্সিল ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করার লক্ষে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যেগে গৌরনদী সুন্দারদী বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্সে জাতীয় কাউন্সিল সফল করার প্রস্তুতি সভার আয়োজন করেন। মাস্টার মনজুর এলাহির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি বরিশাল বিভাগ সভাপতি হাফেজ মাওলানা আ: গনি মিয়া। বক্তাব্য রাখেন গৌরনদী উপজেলা জাকের পার্টি সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, আগৈলঝাড়া জাকের পাটি সভাপতি শাহ আলম সরদার, সম্পাদক কেতাবালি হাওলাদার, উজিরপুর জাকের পার্টি সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আলমঙ্গীর হোসেন, বরিশাল জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি শামীম মীর প্রমূখ। এসময় উপজেলা ও সকল ইউনিযন জাকের পাটি নেতা কর্মি উপ¯িহত ছিলেন।