গৌরনদী
প্রথম আলোর গৌরনদী প্রতিনিধিকে হয়রনীর চেষ্টার প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
দৈনিক প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, গৌরনদী রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অইনে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী রিপোটার্স ইউনিটির উদ্যোগে ইউনিটির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রিপোটার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির উপদেষ্টা ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক দৈনিক দক্ষিনাঞ্চল), সহ-সভাপতি এস,এম, মোশারফ হোসেন, (দৈনিক আলোকিত বরিশাল), সাধারন সম্পাদক বেলাল হোসেন( দৈনিক সকালের খবর), সহ-সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চুন্নু(দৈনিক পরিবর্তন) কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি(অনলাইন গৌরনদী২৪ ডটকম), দপ্তর সম্পাদক রাশেদ আহম্মেদ(দৈনিক ভোরের আলো), প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান(দৈনিক আমাদের বরিশাল), ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার(দৈনিক আজকের বরিশাল), মো.তরিকুল ইসলাম দিপু(দৈনিক জনতা), সাবেক কোষাধ্যক্ষ এস,এম, মিজান(দৈনিক প্রানের বাংলাদেশ), জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর(দৈনিক ভোরের অঙ্গীকার), সাংবাদিক এইচ,এম, সুমন (দৈনিক নয়া দিগন্ত), জাহিদ হাওলাদার(দৈনিক বরিশালের কথা), পলাশ তালুকদার (দৈনিক প্রথম সকাল), লোকমান হোসেন রাজু (দৈনিক বাংলাদেশ বানী), রাজীব হোসেন খান(দৈনিক বিপ্লবী বাংলাদেশ), আরেফীন রিয়াদ(দৈনিক সাহসী বার্তা), পপলু খান(দৈনিক প্রতিদিন নিউজ), জামান মুন্সী(গৌরনদী২৪ ডটকম)। সভায় বক্তারা দৈনিক প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, গৌরনদী রিপোটার্স ইউনিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরেকে হয়রানীর পায়তারার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ ছাড়া ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষ সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।