গৌরনদী
গৌরনদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে বরিশাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে গত জ্জ বছর পূর্বে ৩০ জন নারী সমবায় সমিতি গঠন করেন। প্রতি সদস্য প্রতি মঙ্গলবার সাপ্তাহিক সঞ্চয় জমা রাখেন। ওই সঞ্চয় থেকে সমিতির সদস্যদের মাঝে বিনা সুদে ঋণ বিতরন করা হয়। সমিতির সদস্যা হান্না বেগমের পক্ষে তার স্বামী পারভেজ গোমস্তা ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসছেন।
পারভেজ গোমস্তা (২৮) অভিযোগ করে বলেন, গত ১৯ জুন মঙ্গলবার সকালে সদস্যাদের কাছ থেকে ২ হাজার ৬শ টাকা সঞ্চয় আদায় করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আলাউদ্দিন সরদারের কাছে জমা রাখা হয়। গত ২৬ জুন (মঙ্গলবার) সদস্যাদের মাঝে ঋণ বিতরনের সময় ব্যবসায়ী আলাউদ্দিনের কাছে ওই জমা রাখা টাকা চাইতে গেলে সে (আলাউদ্দিন সরদার) জমাকৃত টাকা দিতে অপরকতা প্রকাশ করেন। এ নিয়ে আমার সঙ্গে আলাউদ্দিনের কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে।
পরভেজ গোমস্তার রড় ভাই বাহাদুর গোমস্তা (৩৩) অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে আমি টাকা না দেওয়ার কারন জানতে আলাউদ্দিনের দোকানে যাই। এ বিষয়ে বলার সময় আলাউদ্দিন সরদারের ছোট ভাই নুরতাজ সরদার (৩৫)নেতৃত্বে তার ৩/৪ সহযোগী লাঠিসোটা নিয়ে আকস্মীক আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে। এলাকাবাসি জানান, বাহাদুর গোমস্তার উপর হামলার খবর ছড়িয়ে পড়লে বাহাদুর গোমস্তার লোকজন পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাহাদুর গোমস্তা, তার ভাই পারভেজ গোমস্তা, বৃদ্ধা মা ফরিদা বেগম, আলাউদ্দিন সরদার ও তার ছোট ভাই নুরতাজ সরদার আহত হয়। গুরুতর অবস্থায় নুরতাজ সরদারকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাহাদুর গোমস্তা ও তার মা ফরিদা বেগমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মো. আলাউদ্দিন সরদার বলেন, টাকাটা পরে দেওয়ার কথা বলায় পারভেজ ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয় এবং রাতে পুনরায় হামলা চালায়। হামলার অভিযোগ অস্বীকার করে নুরতাজ সরদার বলেন, পারভেজ ও বাহাদুর গোমস্তা দলবল নিয়ে আমার ভাইর দোকানে হামলা চালায়। এসময় আমি বাধা দিলে সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে জখম করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনির হোসেন এ প্রসঙ্গে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ‘এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’