গৌরনদী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু ভ্যান চালক আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ডে রবিবার সকালে তৈলবাহী লড়ি ধাক্কায় অটো ভ্যানের আরোহী রং মিস্ত্রী বাসুদেব বৈরাগী (২৬) ঘটনাস্থলেই মারা গেছেন। ভ্যান চালক হিরো বিশ্বাসকে মুমুর্ষ অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাসুদেব বৈরাগীর বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামে। সে ওই গ্রামের নিমাই বৈরাগীর পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান জানান, অটো ভ্যান যোগে নিজ বাড়ি থেকে রবিবার সকালে বাসুদেব টরকী বন্দরে রং কেনার জন্য রওনা দেন। সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের মদিনা বাসষ্ট্যান্ডে পৌঁছলে ভাঙ্গা থেকে বরিশাল গামী তৈলবাহী লড়ি ঢাকা মেট্রো-ড-৪৪-০৪৭৭ অটো ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। ভ্যানটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলেই বাসুদেব বৈরাগী মারা যান। পুলিশ ঘাতক লড়িটি আটক করেছেন। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।