গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা(৫৮)কে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তা করেছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে গৌরনদী থানায় একাধিক মামলা রয়েছে।
গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন জানান, জাহাঙ্গীর হোসেন মৃধার বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাকে একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় ফরোয়াডিং দিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে। জাহাঙ্গীর হোসেন মৃধার একাধিক স্বজন দাবি করেন, জাহাঙ্গীর মৃধার বিরুদ্দে থানায় কোন মামলা ছিল না । তাকে আটক করে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।