গৌরনদী
গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা ভুট্রো গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে কটকস্থল বাসট্যান্ড এলাকা থেকে পাইকারী মাদক কারবারি শহিদুল ইসলাম ভুট্রোকে (৩৫) এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শহিদুলের বাড়ি যশোর সদরের আলম নগর গ্রামে। সে ওই গ্রামের মোঃ আব্দুল খালেক বিশ্বাসের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস, এম, আফজাল হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কটকস্থল বাসষ্ট্যান্ডে অভিযান চলায়। এ সময় পুলিশ দেখে পাইকারি মাদক কারবারি শহিদুল ইসলাম ভুট্রো দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে শহিদুলকে আটক করে তার সাথে থাকা ব্যাগের মধ্যে প্লাস্টিকে মোড়ানো এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় এসআই মাজারুল ইসলাম বাদি হয়ে বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।