গৌরনদী
গৌরনদীর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে হত্যার হুমকিদাতাসহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলঅম হাফিজ মৃধা ও গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফকে হত্যার হুমকিদাতা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন খানকে (৩৫)সহ সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামিকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, উপজেলার চরকুতুবপুর গ্রামের লোকমান খানের পুত্র গিয়াস উদ্দিন খানের বিরুদ্ধে সম্প্রতি সময়ে আদালত একটি মামলায় চার বছরের সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর থেকে গিয়াস উদ্দিন পলাতক ছিল। এছাড়াও তার (গিয়াস) বিরুদ্ধে নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নয়ন শরীফকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি জিডি রয়েছে। পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আত্মগোপনে থেকে তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চরকুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনসহ ৪জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। গিয়াস উদ্দিনের ভাই আজম খানের বিরুদ্ধে ঢাকা ও কিশোরগঞ্জে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে।