গৌরনদী
গৌরনদীতে শিশু বলৎকার অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ৬ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে বুধবার সকালে গৌরনদী উপজেলা প্রকৌশল দপ্তরের কম্পিউটার অপারেটর মোঃ ফারুক হোসেনের পুত্র রাতুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশু তানভীর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এমএলএসএস মোঃ শিপনের পুত্র। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে গতকাল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানান, তানভীর মাহমুদ (৬) কে একা পেয়ে রাতুল তাদের নির্জন বাসায় ডেকে নিয়ে মুখ বেধে বলৎকার করে পালিয়ে যায়। পরবর্তিতে শিশুটিকে তার বাবা মা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা মো. শিপন বাদি হয়ে রাতুলকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ গতকাল সকালে লম্পট রাতুলকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালতের বিচারক আসামির জামিন না মঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো নির্দেশ দেন। গৌরনদী উপজেলা কর্মচারী কোয়াটারের বখাটে রাতুল এর আগেও একাধিক শিশুকে যৌন নির্যাতন করেছে। তবে মানইজ্জতের ভয়ে কেউ মুখ খুলেননি।