গৌরনদী
বিশ্ব যোগাযোগ দিবস ২০১৮ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বিশ্ব যোগাযোগ দিবস ২০১৮ উপলক্ষে বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের উদ্যোগে গতকাল বিশপস হাউজ মিলনায়তনে কেককাটা ও “ভূয়া সংবাদের প্রভাব ও শান্তির জন্য সাংবাদিতা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশালের সিনিয়র সাংবাদিক, উন্নয়ন কর্মি আন্ত ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বরিশাল কাথলিক ডাইওসিসের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসিসি। বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার অনল টেরেন্স ডি কস্তা সিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের সিনিয়র সাংবাদিক ডেইলী ষ্টারের প্রতিনিধি সুশান্ত সরকার, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সি বেপারী, গৗরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের সাধারন সম্পাদকফাদার মিঃ মিনাল সিএসি, বরিশাল ক্যাথলিকের পুরোহিত ফাদার মাইকেল মিলন দেউরী, বরিশাল বিডিএস এর উপ-নির্বাহী পরিচালক জেমস পি বিশ্বাস, উন্নয়ন কর্মিএ্যাডলফ রবিন বল্লভ।