গৌরনদী
গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশালের গৌরনদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৮ রোববার সকালে পালরদী মডেল স্কুল এ্যাÐ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সমিতির গৌরনদী উপজেলা শাখা সভাপতি ও নাঠৈ রিজিয়া মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মÐলের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার সভাপতি ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আসাদুল অলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পালরদী মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল বাচ্চু, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. এসাহাক হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর । সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারন সম্পাদক ও গেরাকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। বক্তব্য রাখেন পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসহুরা বেগম, চাঁদশী ঈশ্বর চন্রদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী, মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কুমার, টরকী গালর্স স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, ধানডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক হাসান, নলচিড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, রাজা রাম সাহা, আলী আজম খান পলাশ প্রমূখ।