গৌরনদী
গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চারশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক কালীপূজা আজ শনিবার অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্দিরকে নবরুপে সাজানো হয়েছে। মন্দির চত্বরে তিনদিনের মেলার আয়োজন সম্পন্ন করেছে মন্দির কমিটি।
বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তুনু ঘোষ জানান, শনিবার সকাল থেকে উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে কালী পূজা শুরু হবে । মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করবেন। শনিবার দুপুর ১টায় চন্ডিপাঠ ও শিতলা পূজা, বিকালে বলিদান, গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে বিশ^ শান্তিকল্পে প্রার্থণা, দু দফা প্রসাদ বিতরণ ও শিবাভোগ, গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে ।
ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দিরের ভক্ত ও দর্শনার্থীরা গত বৃহস্পতিবার থেকে আসতে শুরু করেছে। অমৃত লাল দে এন্ড কোং’য়ের পরিচালক সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে, অগ্রনী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ হাজার হাজার তাঁরা মায়ের ভক্তরা ইতি মধ্যে ্্্এলাকায় পৌছেছেন। পূজা উপলক্ষে মন্দিরের আশেপাশে এবং মন্দির সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে ও বার্থী বাজারে শুক্রবার সকাল থেকে রোববার ভোররাত পর্যন্ত তিনদিনের মেলার আযোজন করা হয়েছে । গৌরনদী মডেল থানার ওসি মো:্অলাউদ্দিন মিলন জানান, পূজার দিন মন্দির এলাকায় র্যাব ও পুলিশ সদস্য দ্বারা নির্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা হরা হয়েছে ।