গৌরনদী
জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা, গোল্ডেন জিপিএ না পেয়ে আরেক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এ গ্রেড পাওয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। আরেক ছাত্রী জিপিএ-৫ পাওয়া সত্বেও ৬ মার্কের জন্য গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে ঘুমের ঔষাধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আহত ছাত্রীকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের বিমল চন্দ্র ঢালীর কন্যা ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী মিতু ঢালী এবারে এসএসসি পরীক্ষায় (এ-) গ্রেড পেয়ে পাশ করে। ওই ফলাফলে মিতু সন্তুষ্ট না হওয়ায় সোমবার বিকেলে সবার অজান্তে বিষপান করে। স্বজনরা মুমূর্ষ অবস্থায় মিতুতে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্বজনরা মিতুকে শেবাচিমে নেয়ার পথে মধ্যরাতে মিতু মারা যান।
একইদিন উপজেলার সুজনকাঠী গ্রামের হায়দার আলীর কন্যা ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী ইশরাত জাহান ঐশী জিপিএ-৫ পেয়ে পাশ করে। ছয় মার্কের জন্য ঐশী গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে ঐশি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনরা গুরুতর অবস্থায় ঐশীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎক জানান, ঐশি শঙ্কা মুক্ত।