গৌরনদী
গৌরনদী লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে বিদ্যালয় মাঠে মা সমাবেশ, মিড ডে মিল কর্মসূচীর উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক হাসান মোহাম্মদ জাকি (রিপন)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী নূরুল মতিন মাসুক, খাদিজা আক্তার, সহকারী শিক্ষক সমাজের সভাপতি সুদাম পাল, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, নীল খোলা ক্লাষ্টারের সভাপতি সেনোয়ারা খানম, বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, সালেহা খানম, সোনিয়া হোসোইন, হুসনেয়ারা খানম, অর্চনা রানী কর, বি, এম, ইউনুস, রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আসমা আক্তার, কাজী শারমিন, চঞ্চলা সরকার, সৈয়দা রেদোয়ানা আক্তার, নারগিস খানম, মঞ্জিলা আক্তার, কাজী আবুল কালাম প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।