গৌরনদী
গৌরনদী দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বিশিষ্ট সমাজ সেবক, গৌরনদী বন্দরের ব্যবসায়ী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ইখতিয়ার হোসেনের উদ্যোগে ও অর্থায়নে সোমবার সকালে গৌরনদী উপজেলার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ পলাশ সরদার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর লিমিটেডের জিএম, মোঃ ইউনুস আলী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিহার পারভীন, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, উজ্জল কুমার দেবনাথ, মোঃ দেলোয়ার হোসেন, রেবা মজুমদার, ফজিলাতুন নেছা, নাজমুন নাহার প্রমূখ। আলোচনা শেষে মোঃ ইখতিয়ার হোসেনের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরন করেন অতিথিবৃন্দ।