গৌরনদী
গৌরনদীতে আমরা এলাকাবাসীর বাংলা বর্ষবরন, সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডে “আমরা এলাকাবাসী, এসো আলোকিত সমাজ গড়ি”র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বর্ষবরন, সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল উত্তর বিজয়পুর বালু মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠানে মহল্লার সকল পরিবার ও তার স্বজনরা ক্রীড়া প্রতিযোগীতা, নাচ, গান, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানে সারা মেতে উঠে এবং আনন্দ উপভোগ করেন। সমাপনী অনুষ্ঠানে কিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
আয়োজনের লক্ষ উদ্দেশ্য ও যুব সমাজকে আদর্শবান করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্বাগত বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার সাবেক কাউন্সিলর মহল্লার সিনিয়র মোঃ কবির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন খান, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার । বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য মোঃ মেরাজ হোসেন খান, রিয়াজ হোসেন মোল্লা, জাহিদ হাওলাদার, হাবুল হাওলাদার, মাসুম খান, মনোয়ার হোসেন, সবুজ হাওলাদার, মিন্টু মাতবর, আসলাম খান, জাফর খান, জুয়েল খান প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মিজান ভূইয়া।