গৌরনদী
গৌরনদী বন্ধুসভার বাংলা বর্ষবরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বর্ষবরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাল কাজে অংশ গ্রহন ও জাতীয় বন্ধু সমাবেশে যোগদান করায় বন্ধুসভার সদস্যদের মাঝে সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির ।
বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরনদী রিপোটার্স ইউনিটিন সম্পাদক বেলাল হোসেন, বন্ধুসভার উপদেষ্টা কবি ফাতেমা জান্নাত চাদনী, চায়না দেবনাথ, বন্ধুসভার যুগ্ম সাধারন সম্পাদক এস,এম, সিবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্রীকৃঞ্চ চক্রবর্তি, উপ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক রাশেদ আহম্মেদ । আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্য তানভীর, অহনা, সিনথিয়া, জান্নাতুল ফেরদৌস, জাহানারা ইসলাম জানু, বন্যা আক্তার, রাব্বি খান, রিয়াজুল ইসলাম রিয়াজ, আফতাব হোসেন সজীব, ইসরাত জাহান, শাহাদাৎ ইকবাল, মুন্না, মোহনা ও সজীব। সর্ব শেষে ভাল কাজে অংশ নেওয়ার জন্য বন্ধুসভার সদস্যদের মাঝে সনদ বিতরন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির ।