গৌরনদী
আগৈলঝাড়ায় গৃহবধূ ও গৌরনদীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার আন্দারমানিক গ্রাম থেকে এক গৃহবধূর ও গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিন নাঠে গ্রাম থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দুই লাশের সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আগৈলঝাড়া উপজেলার আন্দারমানিক গ্রামের চিত্ত রঞ্জন সরকারের মেয়ে রূপালী বাড়ৈর একই উপজেলার নবগ্রামের মিলন বাড়ৈর সঙ্গে দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। গতকাল সোমবার সকালে গৃহবধূর বাড়ির পাশের জমি থেকে গৃহবধূ রুপালীকে পুলিশ উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক আল মামুন বক্তিয়ার জানান, গৃহবধূর মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হওয়ায় ধারনা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এটা আত্মহত্যা না হত্যা বিষয়টি স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে গতকাল সোমবার সকালে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিন নাঠে গ্রাম থেকে সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেনির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, উপজেলার দক্ষিন নাঠে গ্রামের মো. দুলাল সরদারের কলেজ পড়–য়া কন্যা নদী আক্তার(১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে কোন কারনে কলেজ ছাত্রী অত্মহত্যা করে থাকতে পারে।