গৌরনদী
আগৈলঝাড়ায় আত্মহত্যারোধে ১৬০ কৃষকের শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আত্মহত্যারোধে কীটনাশক ব্যবহারে শতর্কতা অবলম্বনসহ আত্মহত্যাকে না বলতে ১৬০টি কৃষকের শপথ গ্রহন করেছেন। সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে উফসী আউশ প্রনোদনা প্রদান অনুষ্ঠানে এ শপথ গ্রহন করা হয়।
স্থানীয় লোকজন জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন আত্মহত্যা প্রবন এলাকা হিসেবে পরিচিত। এ উপজেলায় পারিবারিক কলহ, প্রেম, মান-অভিমান, চাওয়া পাওয়াসহ নিত্য নৈমত্তিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। প্রতিমাসে ৮ থেকে ১০টি আত্মহত্যা কিংবা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে থাকে। আত্মহত্যার কারন অনুসন্ধান করে জানা গেছে এ উপজেলার প্রতিটি ঘরে নাগালের মধ্যে কীটনাশক থাকায় সামান্য ঘটনায় অভিমান করে কীটনাশক পান কিশোর কিশোরী ও নারীরা আত্মহত্যার চেষ্টা চালায়।
আগৈলঝাড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মাঝে উফসী আউশ প্রনোদনা বিতরণ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফ আহম্মেদ রাসেল। প্রধান অতিথি আশ্রাফ আহম্মেদ রাসেল তার বক্তব্যে আত্মহত্যা কমাতে আত্মহত্যা প্রতিরোধের আহবান জানিয়ে কীকনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কৃষকদের মাঝে সচেতনা সৃষ্টির জন্য কৃষকদেরকে জমিতে ব্যবহৃত কীটনাশক ব্যবহার করার পরে অব্যবহৃত বাকি অংশ ঘরে রেখে না দিয়ে তা গর্ত করে মাটির নিচে ঢেলে ফেলে তা পুতে ফেলার নির্দেশ দেন। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তার আহবানে সারা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ১৬০টি কৃষকের গৃহকর্তা আত্মহত্যাকে না বলে শপথ গ্রহন করে আত্মহত্যা প্রতিরোধের ঘোষনা দেন।
অনুষ্ঠানে আউশ উফসী চাষে উদ্বুদ্ধ করতে উপজেলার ৫টি ইউনিয়নের ১৬০জন কৃষককে খরিফ-২ এর আওতায় ৫কেজি করে উফসী আউশ বীজ, ২০ কেজি ইউরিয়াসার, ১০কেজি ড্যাপ সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা এবং ১৫০জন কৃষক পরিবার ৫শ টাকা করে ও ১০জন কৃষক পরিবারকে ১হাজার টাকা করে জমি পরিচর্যার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফ আহম্মেদ রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগৈলঝাড়ায় বেশীরভাগই কীটনাশক খাইয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পাওয়ায় তা রোধ করতে কীটনাশক ক্রয় ও ব্যবহারে সতর্কতা অবলম্বনসহ বিশেষ দিক নির্দেশনা হয়েছে।