গৌরনদী
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে শপথ গ্রহন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ”বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি।”এ ¯েø¬াগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিঃ তপন কুমার রায় । বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখেন পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এইচ এম ইলিয়াছ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহন করেন।