গৌরনদী
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল¬াপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী অজয় ঢালীর দেড় বছরের কন্যা অনন্যা ঢালী সকাল সাড়ে ১০টায় খেলতে গিয়ে ঘরের পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন মুমুর্ষ অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।