গৌরনদী
আবুল হাসানাত আদুল্লাহকে পূর্নমন্ত্রীর মর্যাদা দেয়ায় গৌরনদীতে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম,পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক চীফহুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি পূর্নমন্ত্রীর মর্যাদা প্রদান করায় গৌরনদী উপজেলা, পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগেগতকাল সোমবার গৌরনদী বাসষ্ট্যান্ড আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি মো: মনির হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহাম্মেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান। বক্তব্র রাখেন উপজেলা যুবলীগ’র সভাপতি আনিচুর রহমান, পৌর যুবলীগ’র সাধারন সম্পাদক আল-আমীন হাওলাদার, পৌর যুবলীগ নেতা আউয়াল শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সহ-সভাপতি ইমরাত খান, সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ প্রমূখ। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক ইমরান মিয়া। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা মো: মহিউদ্দিন খান। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ নেতা মো: আবুল হোসেন মোল্লার উদ্যোগে গত শনিবার সন্ধায় গৌরনদী বাসষ্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।