গৌরনদী
শিক্ষা সপ্তাহ উপলক্ষে গৌরনদীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা মেলার অয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংস্থাপন শাখার উপ-পরিচালক গোলাম কিবরিয়া। বিশিষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, মো. বদিউজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক ফাউÐেশনের সভাপতি সৈয়দ মাহবুব আলম, প্রধান শিক্ষক হোসনে আরা খানম, মোঃ মিজানুর রহমান, মাওলানা আব্দুস সালাম। । মেলায় ৬টি ক্লাষ্টারের ছয়টি ষ্টলে শিক্ষার উন্নয়নে নানানচিত্র কর্ম প্রদর্শন করা হয়।