গৌরনদী
আন্তর্জাতিক নারী দিবস ও দুর্যোগ প্রস্তুতি দিবসে গৌরনদীতে মানববন্ধন, আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক নারী দিবস ও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী পুরুষ ও সাধারন মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো: মুনিরুল ইসলাম মুনির, শ্রীবরদী পৌরসভার মেয়র মো: আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, মৎস অফিসার প্রদীপ কুমার দাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, ডিএইচডিও এর উপজেলা সমন্বয়কারী মো: লোকমান হোসেন রাজু, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, মাহিলাড়া কলেজের প্রভাষক জিনাত জাহান খান, বিআরডিবি প্রকল্প অফিসার মো: রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ম্যাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি।