গৌরনদী
বখাটের হামলায় আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের নামকীর্তন মহোৎসব অনুষ্ঠান পন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্কুল ছাত্রীদের উত্যক্ত করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নামকীর্তন অনুষ্ঠান পÐ হয়ে গেছে। বখাটের হামলায় তিন জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে পুলিন ঘরামী বাড়িতে নামকীর্তন ও মহোৎসব অনুষ্ঠানে গত মঙ্গলবার রাতে স্থানীয় সাইদুল মিয়ার পুত্র শাহিন মিয়া(১৮) ও আইউব আলী বাহাদুরের পুত্র নুরুল হক বাহাদুর (২৬) ৪/৫ জন সহযোগীকে নিয়ে অনুষ্ঠানস্থলে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে। এসময় ওই স্কুল ছাত্রীর অভিভাবকরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে লাঞ্চিত করে।
স্থানীয় হরিদাস ঘরামী জানান, উত্যক্তের খবর পেয়ে তারা বখাটেদের সাশিয়ে দিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়ার জের ধরে রাত সাড়ে আটটার দিকে শাহিন মিয়া(১৮) ও নুরুল হক (২৬)র নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে অনুষ্ঠাস্থলে হামলা চালায় । খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বখাটেদের হামলায় দুই নারী ও এক স্কুল ছাত্রী আহত হয়।
অভিযোগ সম্পর্কে জানতে শাহিন মিয়া ও নুরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহানুর মিয়া বলেন, বাদ্যযন্ত্রের শব্দে নামাজের ক্ষতি হয় অজুহাত তুলে বখাটেরা গÐগোল সৃষ্টির পায়তারা করে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।