গৌরনদী
উজিরপুর ও আগৈলঝাড়ায় দুটি হিন্দু পরিবারের ৯ সদস্যের ইসলাম ধর্ম গ্রহন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের এক পরিবারে পাঁচজন ও উজিরপুর পৌর শহরে ৫ নং ওয়ার্ডের মহল্লার এক পরিবারের চারজন সদস্য হিন্দু ধর্ম পরিত্যাগ করে আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। গত বুধবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজওয়ানা আফরীনের আদালতে হলফনামা দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহন করেন।
গত বুধবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হলফনামা দাখিল করে ইসলাম ধর্ম গ্রহনকারীরা হলেন আগৈলঝাড়ার গৈলা গ্রামের নলিনী তালুকদার (৬০)তার স্ত্রী শেফালী তালুকদার(৫০), ছেলে রবি তালুকদার(২৬), বাসু তালুকদার(১৯) ও কন্যা কনিকা তালুকদার(৩০)। আদালতে দাখিল করা হলফনামা অনুযায়ী ্ খন থেকে তাদের নাম রাখা হয়েছে নলিনী তালুকদারের পরিবর্তে মোঃ আলতাফ তালুকদার, তার স্ত্রী শেফালী তালুকদারের পরিবর্তে শেফালী তালুকদার, পুত্র রবি তালুকদারের পরিবর্তে অহিদ তালুকদার, বাসু তালুকদারের পরিবর্তে মোঃ রোহিদ তালুকদার ও কন্যা কনিকা তালুকদারের পরিবর্তে রেখা আক্তার। মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠান, ভাব গাম্ভীর্য্য, সভ্যতা, কৃষ্টি কালচারের প্রতি অনুরক্ত হইয়া হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহন করিলাম বলে হলফনামায় উল্লেখ্য করেন।
এর আগে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দাখিল করে উজিরপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের. মহল্লার মিত্যানন্দ গুহের পুত্র উজ্জ্বল গুহ (৩৫) তার স্ত্রী শিল্পী রানী দাস (২৮), ছেলে সান গুহ (৭), প্রান্ত গুহ (২) হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। গৃহকর্তা উজ্জ্বল গুহ বর্তমান নাম মো: আবদুর রহমান ও তার স্ত্রী শিল্পী রানী দাস বর্তমান নাম ফাতেমা বেগম, পুত্র সান গুহ বর্তমান নাম মো: হাসান, প্রান্ত গুহ বর্তমান নাম মো: হোসাইন। নওমুসলিম আব্দুর রহমান বলেন, শান্তির ধর্ম ইসলাম তাই ইসলাম ধর্ম গ্রহন করে পুর্নজন্ম লাভ করেছি। সঠিকভাবে যাতে ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন মেনে চলতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া চাই। উজিরপুর পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন বেপারী হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহনের সত্যতা স্বীকার করেন।