গৌরনদী
গৌরনদীর লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, গৌরনদীর লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসান মোহাম্মদ জাকি (রিপন সরদার)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল সজল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর কে,এম, আহসান ইমাম(খাইরুল), সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি খাদিজা আক্তার, সদস্য এস,এম, নজরুল আমিন, সেলিম মৃধা, আনোয়ার হোসেন, তানজিয়া সুলতানা কেয়া, লায়লা খানম, হোসনেয়ারা বেগম, দক্ষিন রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন, প্রাথমিক সহকারী শক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সিমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন। বক্তব্য সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আসমা আক্তার, কাজী শারমিন, চঞ্চলা সরকার, সৈয়দা রেদোয়ানা আক্তার, নারগিস খানম, মঞ্জিলা আক্তার, কাজী আবুল কালঅম প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শ্রেনী মেধা পুরস্কার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।